Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Selection of trainees through messenger group, deputed trainees present on scheduled date and time.
Details
ক্র:নং
দপ্তরের নাম
উপজেলার নাম
উদ্ভাবনি উদ্যোগের নাম
কর্মপদ্ধতি
মন্তব্য
০১
উপজেলা রিসোর্স সেন্টার  শাজাহানপুর
 বগুড়া
মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন ডেপুটেশনকৃত
প্রশিক্ষণার্থীদের নির্ধারিত তারিখ
ও সময়ে উপস্থিতি।
শাজাহানপুর উপজেলার সকল প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষকগণের জন্য মেসেঞ্জারে
আলাদা গ্রুপ খোলা এবং সকল প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগণকে গ্রুপে Add করে নেয়া।
উর্দ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক প্রশিক্ষণ আদেশ প্রাপ্তির পর নীতিমালার আলোকে গ্রুপের মাধ্যমে
প্রশিক্ষণার্থী নির্বাচন করা। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের ডেপুটেশন প্রাপ্তির পর ডেপুটেশন আদেশ
গ্রুপে আপলোড দেয়া হয় এবং সেই আলোকে নির্ধারিত তারিখ ও সময়ে ইউআরসিতে উপস্থিত
হতে বলা হয়। প্রশিক্ষণার্থীগণ নির্ধারিত তারিখ ও সময়ে ইউআরসি, শাজাহানপুরে উপস্থিত হয়ে
প্রশিক্ষণ গ্রহণ করেন।
উল্লেখিত পদ্ধতির মাধ্যমে সময়, খরচ এবং ভিজিট কম হয় বিধায়
এটি একটি উদ্ভাবনিউদ্দ্যোগ।