উপজেলা রিসোর্স সেন্টার প্রাথমিক শিক্ষার অবকাঠামোতে একটি নবতর সংযোজন। উপজেলা রিসোর্স সেন্টার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ন্তণাধীন উপজেলা পর্যায়ের একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একটি স্বল্প মেয়াদী প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর এবং সহকারী ইন্সট্রাক্টর সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের জন্য বিদ্যালয় পরিদর্শন করে একাডেমিক ফলাবর্তন দিয়ে থাকে। ১৯৯7-২০০4 সাল পর্যন্ত আইডিয়াল এবং নোরাড প্রকল্পের আওতায় ৪৮১টি উপজেলা এবং থানায় উপজেলা/ থানা রিসোর্স সেন্টার স্থাপন করা হয়। অত:পর ২০০৫ সালে প্রতিষ্ঠানটি জনবলসহ রাজস্বখাতে স্থানান্তর করা হয়। বর্তমানে সারা দেশের সকল উপজেলা এবং থানায় উপজেলা/ থানা রিসোর্স সেন্টার রয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে প্রতিষ্ঠানটির জনবল সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। থানা পর্যায়ে শিক্ষক এবং প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এসএমসি সদস্যদের শিখন ও শিখন ক্ষেত্রে কার্যকর দক্ষতা উন্নয়ন ও সহায়তা বৃদ্ধির জন্য সরাসরি প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন প্রদান, সেমিনার আয়োজন, তথ্য সরবরাহ ইত্যাদি কার্যক্রম সম্পাদন করার জন্যই এই রিসোর্স সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS